বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

‘সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চৈত্রের বিদায়ের পর বৈশাখের এই প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা যেন একটি রীতিতে পরিণত হয়েছে।

নতুন বছরকে বরণে কার্পণ্য নেই বাঙালিদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বর্ষবরণের আমেজ লক্ষ্য করার মতো। সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) পিছিয়ে নেই বাঙালির এই বিশেষ দিনটিতে। নিজেদের সংস্কৃতিপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈশাখের এই বিশেষ দিনটি পালন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসাশিক্ষা অনুষদের সামনে থেকে চারুকলার শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রা বের করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে দীর্ঘ হয় এ শোভাযাত্রার লাইন।

jagonews24

মাছ, ময়ুর, পেঁচাসহ বাঙালি সংস্কৃতির পরিচয়বহনকারী নানা জিনিসপত্র এ শোভাযাত্রার সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েকগুণ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশে ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বাংলা বিভাগ, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যেগে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাহবুব সরদার/এফএ/এএসএম



Advertiser