শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

পুকুরে গোসল করতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

রাজধানীর আজিমপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ফজলে রাব্বী (১১) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে আজিমপুরের কলোনি নিউ পল্টন এলাকার নূরে মদিনা মাদরাসার পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদরাসার শিক্ষক মাওলানা আলী হোসাইন জানান, ৩৫ নিউ পল্টন আজিমপুর কলোনি নূরে মদিনা মাদরাসার পুকুরে মগ দিয়ে গোসল করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় ফজলে রাব্বী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফজলে রাব্বী কামরাঙ্গীরচরের বাসিন্দা আব্দুল জলিলের সন্তান। বর্তমানে সে আজিমপুরের ওই মাদরাসায় থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমকেআর/এএসএম



Advertiser