শনিবার, ২ এপ্রিল, ২০২২

রংপুরে ফোক গানের মেগা রিয়েলিটি শো অনুষ্ঠিত

নূর হোসেন রেইন, সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে এশিয়ান টেলিভিশন আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২ ) দিনব্যাপী দেশে প্রথমবারের মতো ফোক গানের প্রাথমিক নির্বাচনী শিল্পী বাছাই পর্বের দ্বিতীয় মেগা রিয়েলিটি শো অডিশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কন্ঠ শিল্পী অন্তর রহমান, রংপুর রেঞ্জ পুলিশের ট্রাফিক জোনের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার পিপিএম, রংপুর বেতারের আঞ্চলিক মহা-পরিচালক ড.হারুনুর রশিদ,ভাওয়াইয়া শিক্ষক হারুনুর রশীদ, ভাওয়াইয়া গবেষক, গীতিকার, সুরকার, শিল্পী একেএম মোস্তাফিজার রহমান, ভাওয়াইয়া শিল্পী, গীতিকার শফিকুল ইসলাম শফি। এশিয়ান টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি বাদশা ওসমানী,গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসেন সহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক বৃন্দ, সুধীজন, রংপুর শিল্পকলা একাডেমির শিক্ষক ও বরেন্য শিল্পি বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রংপুর রেঞ্জ পুলিশের ট্রাফিক জোনের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার,প্রাথমিক নির্বাচনী শিল্পী বাছাই পর্বের দ্বিতীয় অডিশন ফোক গানের রিয়েলিটি শো অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায়এশিয়ান টেলিভিশন সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধি, মোঃ নূর হোসেন রেইন কে সাংবাদিকতায় স্মৃতি পদক হাতে তুলে দেন।

The post রংপুরে ফোক গানের মেগা রিয়েলিটি শো অনুষ্ঠিত appeared first on গোবি খবর.



Advertiser