রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৩৩ কেজি ৪৫৪ গ্রাম গাঁজা, ১৮০ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও ৫৭টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ বলছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
জেডএইচ/এমএস