শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

মুন্সিগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে তুষার রাজবংশী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্বাধীন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এসময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুষার রাজবংশীকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়ারলেস ইন্সপেক্টর মো. মাফুস রিবেন বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি হাইওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই সড়ক যোগাযোগ সচল হয়েছে।

আরএইচ/এমএস



Advertiser