রবিবার, ১ মে, ২০২২

সংসদ ভবনে ঈদের জামাত সবার জন্য উন্মুক্ত

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠেয় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সবার জন্য উন্মুক্ত থাকবে এবার। করোনা সংক্রমণের কারণে এর আগে স্বল্প পরিসরে সংসদের টানেলে জামাত অনুষ্ঠিত হলেও এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে সেখানে।

রোববার (১ মে) সংসদের জনসংযোগ অধিশাখার-১ পরিচালক তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন। এ জামাত সবার জন্য উন্মুক্ত। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ এলাকা ঘুরে দেখা গেছে, আগত মুসল্লিদের জন্য সেখানে সামিয়ানা টাঙানো হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সবাইকে নিরাপত্তা বেষ্টনী পার হয়েই জামাতে অংশ নিতে হবে।

জামাত শেষে সংসদের কর্মকর্তারা বরাবরের মতো স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার (১ মে) চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সেক্ষেত্রে ৩০ রোজা পালন করতে হবে মুসল্লিদের।

এইচএস/ইএ/জেআইএম



Advertiser