উরফি জাভেদ নামটির সঙ্গে যেন মিশে গেছে উদ্ভট সব ফ্যাশন! তার নাম শুনলে অনেকেই ভেবে নেন এই বুঝি আবারও কোনো উদ্ভট পোশাক পরলেন তিনি।
উরফি একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি বিগ বস ওটিটি সিজন ১ এর প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। এরপর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই।
ইনস্টাগ্রামে প্রায়ই তিনি তার ফ্যাশন স্টাইল নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দেন। খোলামেলা পোশাক পরা থেকে শুরু করে সেফটিপিন দিয়ে তৈরি পোশাক, নিজের ছবির পোশাক, ক্যান্ডি দিয়ে তৈরি পোশাক পরায় বিভিন্ন সময়ে ট্রোলের শিকার হন। তবে তিনিও নাছোড়বান্দা, কারো কথায়ই পাত্তা দেন না।
এবার উরফি জাভেদ ফিরে এসেছেন আরও একটি অদ্ভুত পোশাক নিয়ে। একসঙ্গে দুটি প্যান্ট পরে আবারও ভাইরাল হলেন তিনি।
বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, উরফি সবুজ রঙের টপসের সঙ্গে গাঢ় বাদামিরঙা দুটি প্যান্ট একসঙ্গে পরেছেন।
দেখে মনে হচ্ছে, একটি প্যান্টের সঙ্গে অন্যটি সেলাই করা। তার এ ফ্যাশন দেখে নেটিজেনরা নানা মন্তব্য করছেন।
এর আগে উরফি ইনস্টাগ্রামে শাড়ি পরে দড়িলাফের একটি ভিডিও পোস্ট করেন। যা দেখে নেটিজেনরা অবাক হন।
শুধু তা-ই নয়, ফ্লোরাল প্রিন্ট শাড়ির সঙ্গে উঁচু হিল পরা অবস্থায় তিনি দড়িলাফ দিচ্ছিলেন। তার এসব উদ্ভট ফ্যাশন ও কর্মকাণ্ড নিয়ে অনেকেই প্রশংসা করেন আবার অনেকেই ধিক্কার জানান।
জেএমএস/এসইউ/এমএস