কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২), একই এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।
ওসি আবুল হাসিম বলেন, ট্রাক্টরচালক দুই হেলপার নিয়ে আশা ব্রিকফিল্ডের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে মোচাগাড়া দরিপাড়া এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ তারা তিনজন মারা যান। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস