ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।ইউক্রেনীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ার সময় শুক্রবার (৮ এপ্রিল) এ হামলা চালানো হয় বলে দাবি করছে দেশটি।
দেশটির পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর মধ্যে একটি ক্রামাতোরস্ক স্টেশন। দোনেৎস্কের গভর্নর বলেন, হামলার সময় চার হাজার মানুষ সেখানে ছিলেন। ওই এলাকা থেকে সরে যেতে তারা ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, বেসামরিক লোকদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানান তিনি।
কিয়েভে সফররত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল ও ইইউ-র নির্বাহী প্রধান উরসুলা ভন দের লিয়েন নিন্দা জানিয়েছেন এই ভয়াবহ হামলার।
তবে এ হামলার দায় অস্বীকার করছে ক্রেমলিন।
এর আগে ইউক্রেনের কিয়েভের কাছে বুচা শহরে চারশোটির বেশি মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় ইউক্রেন কর্তৃপক্ষ।
রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। এরপর থেকেই চলছে দুপক্ষের লড়াই।
সূত্র: নিক্কেই এশিয়া
এসএনআর/এমএস