হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে গৃহহীন ২০টি পরিবারের সদস্যরা নিজ বাড়ীতে ঈদ করতে পারবেন বলে জানিয়েছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। রবিবার (২৪ এপ্রিল২২) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে এই ঘর উপহার দেওয়া হবে। আগামী মঙ্গলবার (২৬এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ওই ঘর হস্তান্তর করবেন।
মতবিনিময় সভায় সাংবাদ কর্মী অধ্যাপক জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, এস এম শহীদ, আনোয়ার সাদাৎ, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
The post মধুপুরে সংবাদ কর্মীদের সাথে ইউএনওর মত বিনিময় সভা appeared first on গোবি খবর.