মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ক্যানসারে আক্রান্ত হয়ে জবি শিক্ষিকার মৃত্যু

বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজীনা পারভীনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

তিনি বলেন, ড. রোজীনা নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে তার বোন ম্যারো ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সপ্তাহখানেক আগে তাকে পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক আতিয়ার রহমান বলেন, আমরা তার মরদেহ নিয়ে বিভাগে যাচ্ছি। জোহর নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, তার প্রস্থানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

শান্ত রায়হান/আরএডি/এমএস



Advertiser