সোমবার, ১১ এপ্রিল, ২০২২

টেকনাফে ছাত্রলীগ নেতাসহ ২৮ জনের নামে মামলা

কক্সবাজারের টেকনাফে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২৮ জনের নামে মামলা হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিকেলে বেলাল উদ্দিন নামের একজন টেকনাফ থানায় মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় সড়কে সাইড না দেওয়াকে কেন্দ্র হাতাহাতি হয়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্যসহ ১৫ জনের বেশি আহত হন। পরে রোববার টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়।

হ্নীলা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেলাল উদ্দিন জানান, এলাকার লোকজন বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু টমটম চালকের পক্ষের লোকজন হামলা চালায়।

টেকনাফ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা জানান, সংঘর্ষে ঘটনা শুনে আমিই পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এলে তাদের সঙ্গে ঘটনাস্থলে যাই। যার প্রমাণ আমার কাছে রয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম জানান, মামলার বাদী অভিযুক্তদের চিহ্নিত করে এজাহার দিয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস



Advertiser