এবিএস লিটন,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)থেকে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বে-সরকারী সংস্থা ব্র্যাক মহিমাগঞ্জ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল, রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শনিবার বিকেলে ব্র্যাক শাখা অফিসে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এরিয়া ম্যানেজার (প্রগতি) মনিরুল ইসলাম,এরিয়া ম্যানেজার(দাবী)রেজাউল করিম,এরিয়া ম্যানেজার(নিউকোর) বাদশা আলম,শাখা ব্যবস্থাপক ফজলুল বারী প্রমুখ।
The post মহিমাগঞ্জে বে-সরকারী সংস্থা ব্র্যাক ইফতার দোয়া মাহফিল appeared first on গোবি খবর.