নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার কালায় উপজেলার শিকতা গ্রামের আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)। তারা সবাই ধানকাটার শ্রমিক।
গাজীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজামামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুমিল্লা থেকে ধান কেটে একটি টিনবোঝাই ট্রাকে করে বাইপাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন তিন শ্রমিক। পথে রূপগঞ্জের জিন্দাপার্ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ওপরে থাকা তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম