যে ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো
১ম প্রতিবেশী: আমার স্বামীকে নিয়ে পড়েছি এক বিপদে। রোজ সকালে টিভিতে ব্যায়ামের অনুষ্ঠান শুরু হলেই লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে।
২য় প্রতিবেশী: বিপদ বলছ কেন, এই বয়সে ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
১ম প্রতিবেশী: আরে, নিজে ব্যায়াম করলে তো ভালোই হতো। সে তো জানালা দিয়ে পাশের বাড়ির মেয়েটির ব্যায়াম দেখতে দৌড় দেয়!
****
এক ভুল দ্বিতীয়বার
এক বৃদ্ধকে তার নাতি বললো—
নাতি: দাদু অনেক দিন তো বাঁচলেন। অনেক কিছু দেখলেন, করলেন, শিখলেন।
দাদু: হ্যাঁ রে, তা তো দেখলাম অনেক কিছুই।
নাতি: এখন আপনাকে যদি আবার শুরু থেকে জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়, তাহলে এ যাবৎ যে ভুলগুলো করেছেন; সেগুলো কি আবার করবেন?
দাদু: নিশ্চয়ই, তবে সে ভুলগুলোই আগে থেকে শুরু করব।
****
দাদা তো বিশাল যোদ্ধা
জিকু: আমার দাদা তো বিশাল যোদ্ধা ছিলেন! ১৮৫৭ সালে করলেন কী, ২৭ জন শত্রুসেনার পা কেটেছিলেন তিনি।
বন্ধু: মাথা ছেড়ে পা কাটলেন কেন?
সর্দারজি: কারণ, মাথা যে আগেই কাটা ছিল!
কেএসকে/এমএস