শনিবার, ১৪ মে, ২০২২

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৪ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ৯টা থেকেই দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। ঢাকা জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে গত ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (১০ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। একই প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

কেএইচ/কেএসআর/এএসএম



Advertiser