ঢাকা চট্টগ্রামসহ দেশের সব বিভাগে ক্যাবল টিভি অপারেটরদের সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করে সরকারের দেওয়া সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ মে) হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা জাগো নিউজকে বলেন, সেট টপ বক্স লাগাতে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি এই প্রজ্ঞাপন জারিকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এফএইচ/কেএসআর/জেআইএম