স্বর্ণের দাম দ্বিগুণ
মালিক তার কর্মচারীকে বোকাই জানতেন। আর তাই একদিন মালিক একটু বাইরে যাচ্ছিলো তখন কর্মচারীকে বললেন—
মালিক: আমি বাইরে যাচ্ছি, যদি কোনো ক্রেতা আসে তাহলে বলবি, স্বর্ণের দাম দ্বিগুণ।
কর্মচারী: ঠিক আছে।
কিছুক্ষণ পর মালিক এসে—
মালিক: আমি যেমন বলেছিলাম; তেমন করেছিস তো?
কর্মচারী: হ্যাঁ, এক লোক স্বর্ণ বিক্রি করতে এসেছিল। সে ১ ভরি ৪৪ হাজার টাকা চাইল। আমি বললাম, ৮৮ হাজারের চেয়ে এক টাকাও কম দেওয়া সম্ভব না। এই দামে ১০ ভরি কিনে ফেলেছি।
****
লাই দিয়ে মাথায় তোলা
স্ত্রী: ছেলেটাকে লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ। সেই খেয়াল আছে?
স্বামী: কই নাতো! কী বলছ এসব?
ছেলে: ডিস্টার্ব কইর না। ফেসবুকে অতি গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিচ্ছি।
****
জামদানি ৮ টাকা
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা, ‘বিশাল মূল্য ছাড়। সিল্কের শাড়ি ১০ টাকা, জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা।’ এটা দেখে সে তার স্বামীকে বললো—
স্ত্রী: দেখো, কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী: এতো উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।
কেএসকে/এএসএম