সোমবার, ৯ মে, ২০২২

যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান

রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালাচ্ছে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ মে) দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়। জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের সূত্র ধরে রাজধানীর যাত্রাবাড়ীতে সয়াবিন তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে। র‍্যাব-৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ঈদের আগে হঠাৎ বাজার থেকে ‘উধাও’ হয়ে যায় সয়াবিন তেল। অতিরিক্ত দাম দিয়েও তেল কিনতে পারছিলেন না ভোক্তারা। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, বনানী, তেজকুনীপাড়াসহ বড় বাজারগুলোতে সয়াবিন তেলের সংকট ছিল। দু-একটি দোকানে তেল পাওয়া গেলেও তা ছিল চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল।

এরপর গত ৫ মে বাণিজ্য সচিবের সঙ্গে মিলমালিকদের বৈঠকের পর সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা। এরপরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি।

টিটি/আরএডি/জিকেএস



Advertiser