শুক্রবার, ১৩ মে, ২০২২

পুজারা-কোহলিরা আমাদের ভাই: রিজওয়ান

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা ও পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তানের ভাতৃত্বের অন্যতম নিদর্শন হিসেবে সকলের বাহবা কুড়িয়েছে এ জুটি।

এর মধ্যে গত মাসে ডারহামের বিপক্ষে ১৫৪ রানের জুটিও গড়েছেন পুজারা-রিজওয়ান। টেস্ট ক্রিকেটের পরীক্ষিত ব্যাটার পুজারার কাছ থেকে অনেক কিছুই শিখেছেন রিজওয়ান। যা অকপটে স্বীকার করেছেন সময়ের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটার।

শুধু তাই নয়, চেতেশ্বর পুজারা বা বিরাট কোহলিরা তার কাছে ভাইয়ের মতোই। পুরো ক্রিকেট সম্প্রদায়কে একটি পরিবার হিসেবে উল্লেখ করেছেন রিজওয়ান। ক্রিকউইকডটনেটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কাউন্টি অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

রিজওয়ানের ভাষ্য, ‘পুরো ক্রিকেট সম্প্রদায়টা একটি পরিবারের মতো। কিন্তু আপনি পাকিস্তানের হয়ে এবং আপনার ভাই অস্ট্রেলিয়ার হয়ে খেললে, তখন অবশ্যই আপনাকে নিজ দেশের জন্য নিজের ভাইকে আউট করার চেষ্টা করতে হবে। তবে এই লড়াই শুধু মাঠেই হয়।’

কোহলি-পুজারাদের নিজেদের পরিবারের অংশ জানিয়ে তিনি আরও বলেন, ‘এর বাইরে আমরা সবার একটি পরিবার। আমি যদি বলি ‘আমাদের বিরাট কোহলি’, তাহলে মোটেও ভুল হবে না। একইভাবে আমাদের পুজারা, আমাদের স্মিথ বা আমাদেরই রুট। কারণ আমরা সবাই একটি পরিবার।’

এসময় পুজারার ব্যাটিংয়ের প্রশংসা করে রিজওয়ান বলেন, ‘আমার জীবনে দেখা সর্বোচ্চ মনোযোগ ও ফোকাস থাকা ব্যাটার হলেন ইউনিস (খান) ভাই। এরপর আমার কাছে দুইয়ে ছিলেন ফাওয়াদ আলম। তবে এখন পুজারা দুই নম্বরে, ফাওয়াদ আলম তিনে।’

‘ইংল্যান্ডে যাওয়ার পর পুজারার সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কয়েকবার বাইরেও গিয়েছি। সে আমাকে বলেছে বলের কাছাকাছি গিয়ে খেলতে। এটা সবার জানা যে সাদা বলের ক্রিকেটে সিম-সুইং কম করে তাই দূর থেকে খেলা যায় এবং রানের জন্য খেলা যায়।’

এসএএস/এমএস



Advertiser