যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন এবং মাইক্রোসফট টিমের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১৩ মে) মাইক্রোসফটের কার্যালয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি টেক জায়ান্টটির হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো ঘুরে দেখেন।
মাইক্রোসফট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারি-বেসরকারি সংস্থার জন্য তৈরি উদ্ভাবন ও উদ্যোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা ও এ সংক্রান্ত বাধাগুলো সম্পর্কে আবহিত হন।
এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/বিএ/জিকেএস