আগামীকাল ০১ জুন হবিগঞ্জে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। মেলায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য ১২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আয়োজকরা জানান, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চাকরি মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
১২টি পদে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
সাক্ষাৎকারে অংশ নিতে নিজের ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে হবে।
পদের বিবরণ
এসইউ/জিকেএস