ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেয়েছে পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদের লেখা নতুন গান ‘বন্ধু তুমি কোন দূরে’। গেল শনিবার গানটি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
লালন বলেন, এটি একটি মাটির গান। শ্রোতারা এ গানে বিশুদ্ধ আবেগ খুঁজে পাবেন।
দেওয়ান লালনের কথায় ‘বন্ধু তুমি কোন দূরে’ গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন সামজ ভাই। সংগীত পরিচালনা করেছেন অংকুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ঈগল টিম।
গানটি প্রকাশ পাওয়ার পর থেকে এরই মধ্যে ৮৭ হাজারেরও বেশি দর্শক গানটি দেখেছেন। ইতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। এগুলোকে প্রেরণা হিসেবে নিচ্ছেন গীতিকার দেওয়ান লালন।
মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘অসাধারণ একটি গান।’ স্ট্যাটাস লাভার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অনেক ভালো লাগলো গানটা শুনে, অনেক সুন্দর গান।’
আবুল ওয়াহিদ নামে এক নেটিজেন লিখেছেন, ‘অপৃর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাইয়ের নাটকের ভেতর যদি এই গানটা ঢোকানো যেত, তাহলে গানটা আরও পপুলার হতো। না হয় যে কোনো একটি রোমান্টিক নাটকের ভেতর গানটা ঢোকানো হলে ভালো হতো।’
গায়ক ও সুরকার সামজ ভাইয়ের প্রশংসা করে এইচ এম আরেফিন আলিফ নামে একজন লিখেছেন, ‘সামজয়ের শুধু গানই ভালো না, প্রত্যেকটা লাইনই হিট।’
পেশায় পুলিশ কর্মকর্তা দেওয়ান লালনের উল্লেখযোগ্য গানের মধ্যে মহান মুক্তিযুদ্ধে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে গান ‘২৫ মার্চ’ ও মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গণাদের আত্মত্যাগ নিয়ে গান-‘বীরাঙ্গণা’ অন্যতম।
মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের বয়ানে এই গান দুটি সর্বমহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে । দেওয়ান লালন আহমেদ ২০২০ সালে তার পাসওয়ার্ড গানের জন্য চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করেন।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান দেওয়ান লালন আহমেদের ইতিমধ্যে সাতটি বই প্রকাশিত হয়েছে এবং গীতিকবি হিসেবে তার অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে। তার রচিত গানের সংখ্যা ৭০০ এর বেশি।
এলএ/এমএস