বুধবার, ৪ মে, ২০২২

চট্টগ্রামে ঘরের দেওয়াল ধসে প্রাণ গেল কিশোরের

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলীতে ঘরের দেওয়াল ধসে রুদ্র দাশ নামে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। রুদ্র দাশ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্তরপাড়া এলাকার সুকুমার দাশের ছেলে।

মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে ঈশান মহাজন রোডে শ্যামল বাবু কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, উত্তর কাট্টলী ঈশান মহাজন রোডে শ্যামল বাবু কলোনিতে একটি আধাপাকা ঘরের দেওয়াল ধসে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় রুদ্র দাশসহ আরও দুইজন আহত হয়। গুরুতর আহত রুদ্র দাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমআইএইচ/জেআইএম



Advertiser