বুধবার, ২৫ মে, ২০২২

মৌলভীবাজারে ছড়ার পানিতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়ার পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- পাথর টিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০)। দুজনই মিরতিংগা চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুই শিশু ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ায় গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় কালাছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরতিংগা চা বাগান হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. সাধন বিকাশ চাকমা জাগো নিউজকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।’

স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জাগো নিউজকে বলেন, দুই শিশু গোসলে নেমে ছড়ার গর্তে পড়ে প্রাণ হারায়।

আব্দুল আজিজ/এসজে/এমএস



Advertiser