টাঙ্গাইলে ১২ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ জুন) ভোরে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামের মো. আহাদুলের ছেলে মো. জাহাঙ্গীর (৩০) ও মৃত আব্দুস সামাদের স্ত্রী মোছা. বেগম (৪৫)। উদ্ধার হেরোইনের পরিমাণ ১২৭ গ্রাম।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় রাবনা বাইপাস এলাকার নিটল সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস