ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। শুক্রবার (৩ জুন) বেলা ১১টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষার্থীদের এই যুদ্ধে যেন অংশ নিয়েছেন অভিভাবকরাও। তারা এসেছেন ক্যাম্পাসে। সন্তানরা পরীক্ষা দিচ্ছেন কেন্দ্রের ভেতরে। আর বাইরে অপেক্ষায় অভিভাবকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গিয়ে দেখা যায়, সেখানে অভিভাবকরা বসে আছেন। এসময় কেউ কেউ সন্তানের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য দোয়া করেন।
কুষ্টিয়া থেকে আসা সানজিদা ইয়াসমিন ইশা নামের এক পরীক্ষার্থীর মা রুমা বেগম বলেন, মেয়ে অনেক পড়াশোনা করেছে। কষ্ট করেছে আল্লাহ যেন তার ফল দেয়।
তিনি জানান, দুদিন আগেই পরীক্ষার জন্য ঢাকায় এসেছেন মেয়েকে নিয়ে। আজ পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় চলে এসেছেন।
অপরদিকে মো. কামাল নামে আরেক অভিভাবক বলেন, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়ের জন্য দোয়া করছি, আর অপেক্ষা করছি ভালো পরীক্ষা দিয়ে যেন বের হয়।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে অপেক্ষা করছি। ক্লাস ওয়ান থেকে এভাবেই পরীক্ষার সময় অপেক্ষা করেছি। কিন্তু আজকের অপেক্ষা আগের অপেক্ষার মতো না। এটা তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা। দোয়া করছি এ পরীক্ষার জন্য সে উত্তীর্ণ হয়।
এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৩ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৬ জন শিক্ষার্থী। গত বছর আসনপ্রতি গড়ে পরীক্ষার্থী ছিল ২১ জন।
গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট।
এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত হবে।
আরএসএম/জেডএইচ/জিকেএস