শুক্রবার, ৩ জুন, ২০২২

গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিলেন স্বামী

বান্দরবানের লামায় পারভিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নুরুল আবছারকে আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংশাঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সকালে পারভিন আক্তারকে হত্যার অভিযোগে স্বামী আবছারকে আটকের পর আমার কাছে নিয়ে আসেন এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ- ১ জুন বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তানভীর (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নুরুল আবছারের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে মৃত শিশুটির পরিবার। এর জেরে শিশু তানভীরের বাবা মো. ফোরকানকে ফাঁসাতে আবছার তার স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেয়।’

স্ত্রীকে হত্যার ঘটনায় আবছারকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান এ জনপ্রতিনিধি।

এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘পারভীনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার স্বামী আবছারকে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস



Advertiser