শুক্রবার, ৩ জুন, ২০২২

শাবিপ্রবিতে চলছে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার (৩ জুন)। বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

শুক্রবার (৩ জুন) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘শাবিপ্রবিতে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘ই’ তে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘পরীক্ষা খুব সুন্দরভাবে চলছে। প্রতিটি ভবনে দুজন করে সহকারী প্রক্টর দায়িত্বে আছেন। সেন্টার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করে তারা দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ ভর্তি জালিয়াতি কিংবা পরীক্ষায় বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে আগামী ৪ জুন ‘খ’ ইউনিটে ৯৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, ১১ জুন ‘ঘ’ ইউনিটে ১ হাজার ১৬৭ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

এসজে/জিকেএস



Advertiser