শুক্রবার, ১০ জুন, ২০২২

‘এবারের বাজেট পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ’

২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেটকে ব্যবসায়ী ও জনবান্ধব বলে অভিহিত করেছে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় চেম্বার দুটির পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ব্যবসায়ী নেতারা এ মন্তব্য করেন।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মো. গোলাম আক্তার ফারুকের সই করা বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে একটি ব্যবসা-বাণিজ্য ও শিল্পবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বর্তমান সরকারকে দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে, যা বর্তমান সরকারের জীবনমান পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ। আগামী বাজেটে সবার জন্য পেনশন সুবিধা রাখা হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেই সঙ্গে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে উৎপাদকের কাঁচামাল সরবরাহের ওপর কর ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।

সেই সঙ্গে কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তাখাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সঠিকভাবে বাস্তবায়িত হলে এ বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মনে করেন সিলেট চেম্বার নেতারা।

অন্যদিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়, ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এ বাজেটকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় একটি প্রবৃদ্ধি, উৎপাদনশীল, ব্যবসাবান্ধব, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ, ব্যবস্থাপনা ও কর্মসংস্থান বৃদ্ধি, সুসংহত এবং বাস্তবায়নযোগ্য সময় উপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) নেতারা।

ছামির মাহমুদ/জেএস/জিকেএস



Advertiser