দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অসহায় বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তিনটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সার্বিক ব্যবস্থাপনা কমিটিতে আছেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে। এছাড়া সদস্য হিসেবে আছেন শাম্মী আক্তার, নাজমুন নাহার বেবী, জাহান পান্না ও শাহানা আক্তার শানু।
অন্যদিকে ত্রাণ সেল কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। সদস্য হিসেবে আছেন নায়াব ইউসুফ, আনোয়ারা বেগম ও শিল্পী রেজা।
কেএইচ/জেএস/জিকেএস