সোমবার, ৪ জুলাই, ২০২২

করোনা পজিটিভ হলে যা করবেন, যা করবেন না

করোনার উপসর্গ দেখা দিলে দেরি না করে এখনই কোভিড টেস্ট করানো জরুরি। আরটি-পিসিআর সেক্ষেত্রে উপযুক্ত কোভিড টেস্টের পরীক্ষা।

যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। তবে যদি আপনি ডায়াবেটিস রোগী হন তাহলে বিশেষ নজরদারির মধ্যে থাকতে হবে।

ডায়াবেটিস রোগী করোনায় আক্রান্ত হলে প্রথম ৭ দিন চিকিৎসকরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে প্রথম ৭ দিন তারপর ৩ দিন এরপর আরও ৭ দিন অর্থাৎ প্রথম ১৭ দিন খেয়াল বিশেষ নজরদারিতে রাখা হয় এই রোগীদের।

কোভিড পজিটিভ হলে কী করা উচিত ও কী করা উচিত নয়?

>> প্রথমত আপনি কোভিড পজিটিভ হলে আইসোলেশনে থাকুন।

>> পরিবারের থেকে আলাদা থাকতে হবে। এমনকি খাবার, পোশাকসহ যাবতীয় সবকিছু আলাদা ব্যবহার করুন।

>> আপনার সংস্পর্শে আসা সকলকেই আইসোলেশনে থাকতে বলুন।

>> কোভিড হলে অযথা টেনশন করবেন না ও গুজব ছড়াতে দেবেন না।

কোভিডমুক্ত হয়েছেন কি না জানতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পুনরায় কোভিড টেস্ট করাবেন। এমনকি পোস্ট কোভিড নিয়েও সতর্ক থাকতে হবে।

সূত্র: এবিপি

জেএমএস/জিকেএস



Advertiser