বান্দরবানে শফিউল (২০) নামে এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে আজিজ নগর ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নাজিরাম পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিউল উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পদ্মাঝিরি এলাকার মো. ইউনুছের ছেলে ও ভাড়ায় মোটরসাইকেল চালক।
লামা সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায়
সরই বাজার থেকে অজ্ঞাত দু’জন শফিউলকে
ভাড়ায় নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে মরদেহ ফেলে রাখার খবর পাই।
আজিজ নগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তপু সাহা সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, শফিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস