মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

হাতিয়ায় ১৩ মণ মাছসহ ৭২ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ১৩ মণ মাছসহ ৭২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে চার ট্রলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে ওই জরিমানা আদায় করা হয়। এর আগে সোমবার রাতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ পাশে মেঘনা থেকে ট্রলারগুলো আটক করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সাগর থেকে মাছ ধরে মোকামে ফেরার পথে চারটি ট্রলারকে থামানো হয়। পরে ট্রলারগুলো তল্লাশি করে সামুদ্রিক মাছসহ তমরদ্দি কোস্টগার্ড ক্যাম্পে আনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চার ফিশিং ট্রলার থেকে জরিমানার ৪০ হাজার টাকা ও জব্দ করা ১৩ মণ মাছ একলাখ ৩০ হাজার টাকায় নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে ৭২ মাঝি-মাল্লাকে নিষিদ্ধ সময়ে মাছ না ধরার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাতিয়া মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস বলেন, সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও সরকারের একাধিক আইন শৃংখলা বাহিনী।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম



Advertiser