নায়িকার কাজের বুয়া
নায়িকা: ওই হীরার দুল জোড়ার দাম কত?
ম্যানেজার: শুধু দশটি চুমু দিলেই হবে।
নায়িকা: আচ্ছা। আর ওই স্বর্ণের সুতায় কাজ করা শাড়িটা?
ম্যানেজার: ওটার জন্য ৫টি।
নায়িকা: দু’টিই প্যাকেট করে দিন।
ম্যানেজার হন্তদন্ত হয়ে দুল আর শাড়ি প্যাকেট করে নায়িকার হাতে ধরিয়ে গলা বাড়িয়ে দাঁড়ালো। এবার নায়িকা তার সঙ্গে থাকা কাজের বুয়াকে বললেন—
নায়িকা: বিল চুকিয়ে দাও। খবরদার ১৫টার বেশি দিও না কিন্তু!
****
গৃহকর্তা লজ্জিত
এক বাড়িতে চোর ঢুকলো। ঘরের ভেতরে তন্ন তন্ন করে খোঁজার পরও কিছুই পেল না। চোরটি আফসোস করতে করতে ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল এক লোক দরজার আড়ালে মুখ লুকিয়ে আছে—
চোর: কে আপনি?
লোক: আমি বাড়িওয়ালা।
চোর: দরজার আড়ালে মুখ লুকাচ্ছেন কেন?
লোক: চুরি করতে এসে এতো খোঁজার পরও কিছুই পেলেন না। তাই লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারছি না।
****
লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।
কেএসকে/জেআইএম