সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েশন) সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন আইনজীবীরা।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটায় তারা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক মো. আবদুন নূর দুলাল জাগো নিউজকে বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবো। বিকেলে আমরা ঢাকায় ফিরবো।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের নির্মম বুলেটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এফএইচ/এমএইচআর/এএসএম