স্ত্রীকে ফেরত চান না স্বামী
মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ। বলল, আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি? এক মুহূর্ত ভেবে ড্রাইভার বললো—
ড্রাইভার: আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে। তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন।
****
ব্রিজে হাঁটলেও টোল দিতে হবে
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন।
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে।
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!
****
স্বামীরা হচ্ছে সিনেমার মতো
১ম বন্ধু: আর বলিস না, আমরা স্বামীরা হচ্ছি সিনেমার মতো।
২য় বন্ধু: যেমন?
১ম বন্ধু: আমাদের একজন প্রযোজনা করেন আরেকজন পরিচালনা করেন।
২য় বন্ধু: খুলে বলো বন্ধু।
১ম বন্ধু: এ ক্ষেত্রে প্রযোজক হচ্ছেন আমার মা আর পরিচালক হচ্ছেন আমার স্ত্রী।
কেএসকে/এএসএম