নওগাঁর মহাদেবপুরে অস্ত্র ও গুলিসহ আতাউর রহমান ওরফে শান্ত (৩৫) নামের ১৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২০ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে আজিপুর এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি জব্দ করা হয়।
তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় পাঁচটি ডাকাতি, একটি হত্যা, মাদক, ছুরি ও ছিনতাইসহ মোট ১৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন।
আব্বাস আলী/এসজে/এমএস