সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় দুই বাংলাদেশি জেলেকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। উত্তর২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার সমশেরনগর থেকে তাদের উদ্ধার করা হয়।
বিএসএফ সূত্র জানিয়েছে, বাংলাদেশি জেলেরা তাদের অন্য সঙ্গীদের নিয়ে একটি নৌকার সাহায্যে সুন্দরবন এলাকার হাড়িভাঙ্গা নদীতে মাছ ধরছিল।
হঠাৎ খারাপ আবহাওয়ায় তাদের নৌকা ডুবে যায়। সে সময় এলাকায় কর্তব্যরত বিএসএফের ১১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এবং ভারতীয় জেলেদের সহায়তায় দুই বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ করে তোলা হয়। উদ্ধার হওয়া দুই জেলের নাম মোঃ হানিফ মোল্লা এবং মোঃ সেলিম হাওলাদার।
প্রাকৃতিক দুর্যোগের কারনে নৌকা ডুবে যাওয়ায় উদ্ধার হওয়া দুই জেলেকে মানবতা ও সদিচ্ছার কারণে মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
টিটিএন/জেআইএম