স্ত্রীর রাগ ভাঙানোর কৌশল
মদ খেয়ে স্বামী গভীর রাতে বাড়িতে ফিরলেন। এদিকে স্ত্রী রাগে বোম হয়ে আছে। স্বামী দেখলেন স্ত্রী হাতে ঝাড়ু নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে—
স্বামী: কি হলো, এত রাতে তুমি ঝাড়ু হাতে নিয়ে কি করছো?
স্ত্রী: তোমার জন্য অপেক্ষা করছি।
স্বামী: আর কত কাজ করবে? এই ঝাড়ুটা দাও, রাত দুটো বাজে, ঘুমোবে না? নিজের একটু খেয়াল রাখো। চল ঘুমাতে চল।
স্বামীর চালাকি দেখে হেসে ফেললেন স্ত্রী।
****
গভীর রাতে দুই মাতালের কাণ্ড
গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে—
বাবু: হায় খোদা! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না।
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করতেছি রেলিংগুলা এত নিচে দিলো ক্যান? কত ঝুঁকতেছি মাগার হাতে নাগালই পাই না!
****
অপারেশনের সময় কাঁপছিলেন ডাক্তার
নান্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?
মন্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!
নান্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে! কেন কাপুরুষতা করলি?
মন্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না, স্যার! আল্লাহর ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই।
নান্টু: ভীতুর ডিম কোথাকার! মাথামোটা নার্স তোরে এইসব বললো আর এতেই পালিয়ে এলি?
মন্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে।
কেএসকে/এএসএম