মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

আজকের কৌতুক: বিয়ের পর মোটা হয়ে যাবে

বিয়ের পর মোটা হয়ে যাবে
বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছে দুই বন্ধু। মেয়ে দেখার পর বরের প্রশ্ন—
বাদল: মেয়েটা এতো স্লিম কেন মফিজ?
মফিজ: আরে বোকা, বিয়ের পর মোটা হয়ে যাবে।
বাদল: কীভাবে বুঝলি?
মফিজ: কেন, তুই জানিস না? বিয়ের পর মোটা হবে, এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো স্লিম মেয়ে।

****

হোটেল ম্যানেজারের খাবার
অনেক দিন ধরে দুপুরবেলা একই রেস্টুরেন্টে খাবার খান রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—
রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।
ওয়েটার: বলেন কি স্যার?
রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।
ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!

****

 

টিকিট কাউন্টারের লাইন
ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বললো—
লোক: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।

এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন—
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোক: না ভাই।
আমি: কেন?
লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।

কেএসকে/এসইউ/জেআইএম



Advertiser