রেলওয়ের নিয়োগ, পদোন্নতি, নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনসহ আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন নিয়ে রেলমন্ত্রীর প্রতারণামূলক আচরণের নিন্দা জানান তারা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ সম্পূর্ণ অযৌক্তিক। নিয়োগ বিধিমালা ২০২০ সর্বকালের সেরা প্রতারণা ও নোংরা হাতে নিয়োগবাণিজ্য সিন্ডিকেটের প্রণীত একটি বিধিমালা। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়েতে ঘাপটি মেরে বসে থাকা চক্র দ্বারা সরকারের সুনাম ক্ষুণ্ন এবং রেলওয়ের কর্মচারী ও পোষ্যদের অধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র চলমান।
তিনি বলেন, পদোন্নতি যোগ্য পদে পদোন্নতি বন্ধ, অনুমোদিত জনবলের বিভিন্ন পদে আউটসোর্সিংয়ের নামে পকেট সোর্সিং চালুর ষড়যন্ত্র, কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর পোষ্যদের সরাসরি নিয়োগে জটিলতা সৃষ্টি, সরাসরি ও পদোন্নতির মাধ্যমে নিয়োগে মহাপরিচালক ও মহাব্যবস্থাপকের ক্ষমতা খর্ব করা এবং নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনের নামে রেলওয়ে কর্মচারী ও পোষ্যদের সঙ্গে প্রতারণা করা
হচ্ছে।
মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ের নিয়োগ, পদোন্নতি, নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন নিয়ে বারবার মাননীয় রেলপথ মন্ত্রীকে অনুরোধ জানানো হলেও তিনি তাতে কর্ণপাত না করে স্বৈরাচারিতামূলক ভাবে ত্রুটিপূর্ণ নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছেন। মাননীয় রেলপথ মন্ত্রী কার স্বার্থে রেলওয়ে কর্মচারী ও পোষ্যদের ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন তা খতিয়ে দেখতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।
নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না হওয়া পর্যন্ত সবধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখা, জনবল নিয়োগের জন্য নিয়োগবিধি ১৯৮৫ অনুযায়ী জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা নেওয়া এবং চাকরিপ্রত্যাশীদের পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করা, জনবল কাঠামো পুনর্গঠনের নামে মাথাভারী প্রশাসন সৃষ্টির আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করে মাঠপর্যায়ে কাজ করা শ্রমিকদের পদ বাড়ানো, নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩০ এর স্থলে ৩২ বছর করাসহ বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির ৮ দফা দাবি তুলে ধরেন তিনি।
এসময় রেলওয়ে পোষ্য সোসাইটির উপদেষ্টা আব্দুর রাজ্জাক মল্লিক, চট্টগ্রাম জেলার সভাপতি সাইদুজ্জামান শিপন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জিয়াউল আলম ঠাকুর, সহ-দপ্তর সম্পাদক মো. মাহাবুব রহমান মানিক, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কনক, বোনারপাড়া শাখার সাধারণ সম্পাদক সোহেল হোসেন সাবু, সৈয়দপুর শাখার সভাপতি মো. শামিম মাহমুদ লিমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মসূচিতে সারাদেশ থেকে আগত প্রায় ৩ শতাধিক রেলওয়ে পোষ্য অংশ নেন।
আরএসএম/এমএএইচ/জেআইএম