শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ছুটির দিনে অনুস্বরের ‘তিনকড়ি’

নাট্যদল অনুস্বর আবারও মঞ্চে আনতে যাচ্ছে ‘তিনকড়ি’। শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। মাহবুব আলমের নাটকটি নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন।

‘তিনকড়ি’ অনুস্বরের চতুর্থ প্রযোজনা। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

নাটকের গল্পে দেখা যাবে অখণ্ড ‘ব্রিটিশ-ভারত’ এর পূর্ববঙ্গের বগুড়ার একটি গ্রাম দীঘলকান্দি। গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়া মিলিয়ে বসবাস করে অনেক ঘর মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম যাপনকারী মানুষ। দীঘলকান্দির চারপাশ ঘিরে আরও আছে সুখোনপুকুর, লোহাগাড়া, কাতলাহার, সোনাতলা, আর আছে এক বগারবিল এইসব নিয়ে এক গ্রামীণ জনপদ। কৃষক জীবনের নিত্যনৈমিত্তিকতা ছাড়াও বৈশাখী মেলা, মাছধরা, গান-কীর্তনের আসর, কুস্তিলড়াই এসব নিয়ে হাসি-আনন্দে কেটে যাচ্ছিল তাদের জীবন।

এর মধ্যেই ১৯৪৭ বাড়ে ধর্মীয় উন্মাদনা ও উগ্রতা। সেই উগ্রবাদের তীব্র আঁচে জন্ম-জন্মান্তরের সহাবস্থান সজোরে হোঁচট খায়! যেন অনেকটাই অচেনা হয়ে ওঠে পরস্পর, পাশের বাড়ি, এমনকি প্রিয় বান্ধবও। যেন দহন আর দাহতে বিপর্যয় ঘটে মানবিক চেতনার।

তিনকড়ি সেই দুঃসময়ের ঐতিহাসিক বাস্তবতায় পূর্ববঙ্গের একটি জনপদের ভারসাম্যহীন হয়ে পড়ার গল্প।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস আর সম্পদ, সাকিল সিদ্ধার্থ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী, মাজেদুল মিঠু, আকিব বাবু, আবির সায়েম, আরিফুল হক, হোজাইফা আলী সোহেল, আশিকুর রহমান, ডালিয়া ফেরদৌসি বাণী, সরকার জামান, মাহফুজ সুমন, ফরিদা লিমা, সাদিয়া শুচি, পারভীন পারু ও মেরিনা মিতু। সংগীত দলে রয়েছেন সজীব বিশ্বাস, পিকলু বকশী, সুদীপ্ত মাহমুদ, হৃদয় ও সাকিল সিদ্ধার্থ।

‘তিনকড়ি’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, সংগীত পরিকল্পনায় পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা ও নৃত্য বিন্যাস অনিকেত পাল বাবু।

এমআই/জেএস/এএসএম



Advertiser