শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আগস্টে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের মৃত্যু

গত আগস্টে শুধু মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৮৩টি। এতে নিহত হয়েছেন ১৭২ জন।

নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনের তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। আর তাতেই উঠে এসেছে সড়কের এমন নির্মম দুর্ঘটনার সব চিত্র।

গত আগস্ট মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এর মধ্যে ১৮৩টিই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছেন ১৭২ জন। যা মোট নিহতের ৩৩.১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯.৯৫ শতাংশ।

এছাড়া সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১২৭টি দুর্ঘটনায় ১৪২ জন নিহত। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে। ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন।

এফএইচ/জেএস/এমএস



Advertiser