শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে
‘সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখন বড় চ্যালেঞ্জ। বিদেশে শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি সাংবাদিকরা যে তাদের লেখালেখি ধরে রাখছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
শনিবার (৯ অক্টোবর) অল ইউরোপী বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার আর্নস্ট ডব্লিউ গ্রাফট এসব কথা বলেন।
রাজধানী ভিয়েনার একটি হলরুমে ইউরোপের বিভিন্ন দেশের সংবাদিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।
আয়েবাপিসির সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস অস্ট্রিয়ার অনারারি কনস্যুলার আর্নস্ট ডব্লিউ গ্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও মনিকা খানের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পিপলস পার্টি অস্ট্রিয়ার ভিয়েনা ২৩ নম্বর ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান প্যাট্রিক গ্যাসেলিখ, জেলা কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন ও পিপলস পার্টি অস্ট্রিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান ফিলিপ স্তাঠলার সিমবুরগার, আয়েবাপসিরি উপদেষ্টা সৈয়দ কামরুল সারওয়ার।
ইতালি থেকে ফোনকলে বক্তব্য দেন সংগঠনের আজীবন সদস্য মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সংগঠনের নেতাদের হাতে আয়েবাপিসির অফিসিয়াল আইডি কার্ড তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে সাংবাদিক হাবিবুর রহমান হেলাল বলেন, ইউরোপের বাংলাভাষী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে নানামুখি ভূমিকা রেখে যাচ্ছে আয়েবাপিসি। বাংলা গণ্যমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা কীভাবে ইউরোপের মূলধারার সাংবাদিকতায় যুক্ত হতে পারেন সে নিয়েও আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, সহ-সভাপতি শাহীন খলিল কাওসার, সহ-সভাপতি জিয়াউর রহমান খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহ সুহেল আহমদ, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমদ, সদস্য নাজনীন আক্তার কাকন, সদস্য মাইদুল ইসলাম খান মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মাহবুবুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি মামুন হাসান, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান, জালালাবাদ সমিতির সাবেক সভাপতি আনিসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া সমিতির পক্ষে জাহিদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্ট্রিয়ার সিনিয়র নেতা এহসানউল্লা আলমগীর, ইকবাল মুস্তারি, মনির হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্যে আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান বলেন, কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ইউরোপের ব্যস্ত জীবনের মাঝেও যারা সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এমআরএম/এমএস