সোমবার, ১০ অক্টোবর, ২০২২

আজকের জোকস: স্বামীকে স্ত্রীর সারপ্রাইজ

স্বামীকে স্ত্রীর সারপ্রাইজ
১ম বন্ধু: তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধু: এটা আমার স্ত্রী দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে।
১ম বন্ধু: কেমন সারপ্রাইজ?
২য় বন্ধু: আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর স্যুটটা পড়ে আছে।

****

পারিবারিক ব্যাপার
শিক্ষক: তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে?
ছাত্র: কিন্তু স্যার, বাবা যে বলেছিলেন, আমাদের সৃষ্টি হয়েছিল বানর থেকে।
শিক্ষক: এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।

****

‘একেই বলে অলসতা’
কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। প্রশ্নে যে রচনা এসেছে তার বিষয় ‘অলসতা’।
এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে এলো- ‘একেই বলে অলসতা’।

কেএসকে/জিকেএস



Advertiser