স্ত্রীর নাম ভুলে যাওয়ার পরিণাম
জজ: হত্যা করার রাতে তোমার স্বামী শেষ কী বলেছিল?
স্ত্রী: আমার চশমা কোথায় সুপর্ণা?
জজ: শুধু এ কথা বলাতে তুমি তোমার স্বামীকে খুন করলে?
স্ত্রী: আমার নাম পাপিয়া।
****
প্রেমিকের হৃদয় পোড়া ছাইও কাজে লাগে
প্রেমিক: তুমি আমার হৃদয় পুড়িয়ে দিয়েছ, আমার হৃদয় ছাই হয়ে গেছে।
প্রেমিকা: তোমার ত্যাগ বৃথা যাবে না বাবু।
প্রেমিক: সত্যি বলছো?
প্রেমিকা: হ্যাঁ, ছাই পাঠাও, বাসনপত্র পরিষ্কারের কাজে লাগবে।
****
ওজন বাড়াতে উল্টা দৌড়ান
এক বিকেলে পার্কে হাঁটছি। দেখি এক পরিচিত উল্টো হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে জানতে চাইলো রফিক—
রফিক: আঙ্কেল, ঘটনা কী?
ভদ্রলোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তো দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টা হয়ে দৌড়াচ্ছি।
কেএসকে/জেআইএম