খুলনার আধুনিক রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত ১৭০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ।
তিনি বলেন, রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
শনিবার দুপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালান।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম