রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বিএনপির ১৭০ নেতাকর্মীকে আসামি করে মামলা

খুলনার আধুনিক রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত ১৭০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ।

তিনি বলেন, রেলস্টেশন একটি রাষ্ট্রীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার দুপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগতদের বাধা দেওয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালান।

আলমগীর হান্নান/এসজে/জেআইএম



Advertiser