সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড়ে পানবরজের ক্ষতি ১৬২ কোটি টাকা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পানের বরজে ১৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

সোমবার (৩১ অক্টোবর) ডিএই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএই জানায়, ঘূর্ণিঝড়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, যা ওইসব জেলার মোট ফসলি জমির শূন্য দশমিক ৪০ শতাংশ। মোট ক্ষতির পরিমাণ ৩৪৭ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দেড় লাখ কৃষক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে আমন ৫ হাজার ৬০০ হেক্টর, সবজি ২ হাজার ৮০০ হেক্টর এবং পানবরজ রয়েছে ৮৮ হেক্টর।

এমওএস/এমকেআর/জিকেএস



Advertiser