সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিচারিক আদালতের চার্জ গঠন করার আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের বিষয়ে শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানিতে অপারগতা প্রকাশ করেন।
আইনজীবী এএম জামিউল হক ফয়সাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল ও মোহাম্মদ মাকসুদ উল্লাহ।
২০২০ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র্যাব। সেসময় র্যাব দাবি করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
ওই বছরের ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিনদিন এবং মাদক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পরে এই দুই মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।
আর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত ১৭ মে বিচারিক আদালত চার্জ গঠন করলে আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১ জুন হাইকোর্ট ফৌজদারি বিবিধ মামলা দায়ের করা হয়।
এফএইচ/ইএ/জেআইএম